নির্বাচন কেউ ঠেকাতে পারবে না: তোফায়েল
ভোলা সংবাদদাতা : আওয়ামী লীগ উপদেষ্টা পরিষদ সদস্য, শিল্প, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি অসাংবিধানিক দাবি উত্থাপন করে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিচ্ছে। দশম সংসদ নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে। এ নির্বাচন কেউ ঠেকাতে পারবে না।
সোমবার ভোলা-১ (সদর) আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিলের আগে নতুনবাজার চত্বরে দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তোফায়েল আহমেদ বলেন, যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য বিএনপি মরিয়া হয়ে উঠেছে। নিষিদ্ধ জামায়াতকে খুশি করার জন্য বিএনপি নির্বাচনে আসেনি। তবে আমরা এখনও চাই বিরোধীদল নির্বাচনে আসুক। তারা অবরোধের নামে মানুষ হত্যা করছে। এ হত্যার রাজনীতি মেনে নেয়া যায় না।
জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু, পৌর মেয়র মনিরুজ্জামান মনির, ইউপি চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখেন।