নির্বাচন কমিশনের নিরপেক্ষতা শূন্যের কোটায়

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
তিনি বলেন, বৃহস্পতিবারও বিভিন্ন পৌর এলাকায় বিজয় র্যালীতে মন্ত্রী, হুইপ এবং এমপিরা তাদের দলীয় প্রার্থীদের নিয়ে প্রচারণা চালিয়েছে। যা নির্বাচনী আচরণবিধির চূড়ান্ত লংঘন।
উদাহরণ দিয়ে রিজভী বলেন, বিএনপি মনোনীত আখাউড়া পৌর মেয়র মেয়র প্রার্থীহাজী মোতালেরের সমর্থক ও ভোটারদের যৌথবাহিনীর সহযোগিতায় ক্ষতাসীনরা হুমকি দিচ্ছে। রাজশাহীর তাহেরপুরের মেয়র প্রার্থী শামসুর রহমান মিন্টুকে প্রতারণা বাধা দেয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের সহায়তায় ভোটারদের বাড়িতে গিয়ে মিন্টুকে ভোট না দিতে হুমিক দেয়া হচ্ছে।
রিজভী বলেন, নারায়ণগঞ্জের তারবোতে ধানের শীষের প্রার্থী নাসির উদ্দিনকে প্রচারণা চালাতে দেয়া হচ্ছে না। কারণে, সেখানে স্থানীয় এমপি’র স্ত্রী আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীকে নির্বাচন করছেন। বরগুনা সদর এবং বেতাগী পৌরসভাসহ অনেক পৌরসভায় এ ধরণের ঘটনা ঘটছে।