নির্বাচন কমিশনের নিরপেক্ষতা কাজে প্রমাণ দিতে হবে

তিনি বলেন, সরকারের অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন কাজ করে না—এটা কমিশনকে প্রমাণ করতে হবে।
রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভী আহমেদ এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ফজলুল হক মিলন, কাজী আসাদুজ্জামান, আবদুস সালাম আজাদ, আবদুল লতিফ জনি, আসাদুল করিম শাহিন, শিরিন সুলতানা, বেলাল আহমেদ, শাহ মোহাম্মদ আবু জাফর প্রমুখ।
দেশের বিভিন্ন জায়গায় বিএনপির প্রার্থীদের ওপর হামলা-নির্যাতন চালানো ও ভয়ভীতি দেখানো হচ্ছে উল্লেখ করে রিজভী আহমেদ দাবি করেন, জোর করে পৌরসভা নির্বাচনের ফল নিজেদের পক্ষে নেওয়ার জন্য সব ধরনের অপপ্রয়াস চালাচ্ছে সরকার। তিনি বলেন, সরকারের বিভিন্ন সংস্থা ‘প্রাইভেট মার্সেনারী’র (ভাড়াটে বাহিনী) মতো কাজ করছে।
তিনি বলেন, সন্ত্রাসীরা জনমনে ভীতি সৃষ্টি করতে যে তান্ডব চালাচ্ছে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে সরকার উল্টো বিরোধী দলের নেতাকর্মীদের ধাওয়া করছে।
রিজভী অভিযোগ করে বলেন, ফেনীতে আওয়ামী লীগ নেতা আবুল কায়েস রিপন স্থানীয় এমপির রোষানলে পড়ার ভয়ে মনোনয়নপত্র জমা দেননি। জনমত বেশি থাকার পরেও সেখানে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। প্রার্থীদের প্রাণঘাতি হুমকির কারণে তারা মনোনয়ন প্রত্যাহার করতে বাধ্য হচ্ছেন। নোয়াখালীর চৌমুহনীতে বিএনপি সমর্থিত প্রার্থী জহির উদ্দিন হারুনের উঠোন বৈঠকে সন্ত্রাসীরা হামলা করেছে ও গুলি চালিয়েছে। সিংড়ায় শামীম আল রাজীর প্রচারণায় বাধা দিচ্ছেন সরকার দলীয় প্রার্থী। এ পরিস্থিতি বিরাজ করছে ঝিনাইদহ, সাতক্ষীরা, ফরিদপুর, নোয়াখালীসহ বেশ কয়েকটি জেলায়।