নির্বাচন একদিনও পেছানো সম্ভব নয়: সিইসি
পৌরসভা নির্বাচন একদিনও পেছানো সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দিন আহমেদ।
পাশাপাশি সংসদ সদস্যরা (এমপি) প্রচারণায় যেতে পারবেন না বলেও জানিয়েছেন তিনি।
সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশন (ইসি) সচিবালয় ত্যাগ করার সময় সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, ‘দলগুলো নির্বাচন পেছানোর দাবি করায় আমরা আলোচনায় বসেছিলাম। চেষ্টা করেছিলাম একদিনও যদি পেছানো যায়। কিন্তু আইনি বাধ্যবাধকতার কারণে আমাদের হাতে সময় নেই।’
রকিবউদ্দিন বলেন, ‘মন্ত্রী-এমপিদের প্রচারণার সুযোগ না দেয়ার যে বিধান, সেটিও পরিবর্তন করা এ পর্যায়ে ঠিক হবে না বলে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।’
জামায়াতে ইসলামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি-না এমন প্রশ্নে তিনি বলেন, ‘নিবন্ধিত দলগুলো তাদের দলীয় প্রতীকে নির্বাচন করবে আইনে সেটি বলা আছে। নিবন্ধন না থাকায় জামায়াত দলীয় প্রতীকে নির্বাচন করতে পারবেন না। তবে স্বতন্ত্র থেকে নির্বাচন করার সুযোগ রয়েছে।’
আরেক প্রশ্নের জবাবে সিইসি বলেন, একজন প্রস্তাবক একজন মেয়র বা কাউন্সিলরকে প্রস্তাব করতে পারবেন। দুইজন মেয়র বা কাউন্সিলরকে প্রস্তাব করতে পারবেন না।
প্রসঙ্গত, পৌরসভা নির্বাচন অন্তত ১৫ দিন পিছিয়ে দেয়ার দাবি জানিয়েছিল বিএনপি। আর নির্বাচনে মন্ত্রী ও এমপিদের প্রচারণার সুযোগ চেয়েছিল ক্ষমতাসীন আওয়ামী লীগ।