নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে না ইউরোপীয় ইউনিয়ন
বাংলাদেশের আসন্ন নির্বাচনে কোন পর্যবেক্ষক পাঠাচ্ছে না ইউরোপীয় ইউনিয়ন। ইইউ হাই রিপ্রেজেনটেটিভ ক্যাথরিন অ্যাস্টনের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
বিবৃতিতে তিনি বলেছেন হাই রিপ্রেজেনটিটিভ অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছেন যে, সম্প্রতি জাতিসংঘের উদ্যোগসহ বেশ কয়েকদফা প্রচেষ্টা সত্ত্বেও বাংলাদেশের প্রধান রাজনৈনিক শক্তিগুলো সেখানে অবাধ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের প্রয়োজনীয় পরিবেশ তৈরী করতে ব্যর্থ হয়েছে। এতে আরো বলা হয়েছে হাই রিপ্রেজেনটিটিভ সব পক্ষকে সহিংসতা পরিহার করে বাংলাদেশের জনগনের গনতান্ত্রিক অধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করার জন্য সবার প্রতি আহবান জানিয়েছেন।
বিবৃতিতিতে বলা হয়েছে হাই রিপ্রেজেনটিটিভ আপাতত নির্বাচন পর্যবেক্ষণ মিশনের সব ধরনের প্রস্তুতি স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন। তবে সুষ্ঠ, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ সৃষ্টি হলে ইইউ পর্যবেক্ষণ পাঠাতে প্রস্তুত রয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।