নির্বাচনে নিরপেক্ষতা নিয়ে কোন সন্দেহ নেই : প্রধানমন্ত্রী
ডেস্ক: “নির্বাচনের নিরপেক্ষতা নিয়ে কেউ কোনো ধরনের প্রশ্ন উত্থাপন করতে পারবে না। কারণ সরকার নির্বাচন কমিশনের কাজে হস্তক্ষেপ করবে না।”
সোমবার নিউইয়র্কে কমনওয়েলথের মহাসচিব কমলেশ শর্মার সঙ্গে সাক্ষাত্কালে প্রধানমন্ত্রী একথা বলেন বলে জানিয়েছেন প্রেস সচিব আবুল কালাম আজাদ।
শেখ হাসিনা বলেন, “বাংলাদেশের নির্বাচন কমিশন বর্তমানে সম্পূর্ণ স্বাধীন। সরকারের কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে।”
সাক্ষাত্কালে কমনওয়েলথের মহাসচিব শেখ হাসিনাকে নভেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য কমনওয়েলথের বৈঠকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন।
ওই বৈঠকে শেখ হাসিনার উপস্থিতি গুরুত্বপূর্ণ জানিয়ে কমলেশ বলেছেন, বৈঠকে দারিদ্র বিমোচন ও সদস্য দেশগুলোর উন্নয়নের ওপর বিশেষভাবে জোর দেয়া হবে।
এসময় পূর্ববর্তী কমনওয়েলথ সম্মেলেন শেখ হাসিনার ভূমিকার কথাও উল্লেখ করেন কমনওয়েলথের মহাসচিব।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৬৮তম অধিবেশনে যোগ দিতে আট দিনের সরকারি সফরে সোমবার সকালে নিউইয়র্ক পৌঁছেন।
প্রধানমন্ত্রী আগামী ২৭ সেপ্টেম্বর ইউএনজিএ’র ৬৮তম অধিবেশনে ভাষণ দেবেন। এছাড়া তিনি বেশ কিছু উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দেবেন এবং দ্বিপাক্ষিক আলোচনা করবেন।
শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও জাতিসংঘ মহাসচিব বান-কি-মুনের সংগেও বৈঠক করবেন।
প্রধানমন্ত্রী ২৯ সেপ্টেম্বর সকালে দেশের উদ্দেশে নিউইয়র্ক ত্যাগ করবেন এবং তিনি দুবাই হয়ে ৩০ সেপ্টেম্বর স্থানীয় সময় বিকেল পাঁচটা ৪০ মিনিটে ঢাকায় এসে পৌঁছবেন বলে আশা করা হচ্ছে