নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: রিফাত

15/06/2022 3:08 pmViews: 8

নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী: রিফাত

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের ভোট দিলেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আরফানুল হক রিফাত। বুধবার সকাল নয়টার দিকে নগরীর ভিক্টোরিয়া কলেজ রোডের ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রের ৪ নম্বর বুথে ভোট দেন তিনি। ভোট দেয়া শেষে সাংবাদিকদের প্রতিক্রিয়া জানান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিফাত। তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট হচ্ছে। কেন্দ্রে বুথ কমিয়ে দিলেও আমার মাথা ব্যথা নেই। বিষয়টি নির্বাচন কমিশন দেখবে। তবে নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী আমি। তিনি আরও বলেন, ফলাফল যাই হোক না কেন, আমি তা মেনে নেব।
এদিন নির্ধারিত সময়েই শুরু হয়েছে কুসিক নির্বাচনের ভোটগ্রহণ। সকাল থেকে ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম হলেও  বেলা বাড়ার সাথে তা বাড়বে বলে জানিয়েছেন প্রার্থীরা। সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।

কুমিল্লা সিটিতে এবারের নির্বাচনে ৫ মেয়র প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত মিলিয়ে ১৪৯ জন প্রতিদ্বন্দ্বীতা করছে।

কুমিল্লা নির্বাচনে এবার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ১২ হাজার ৮২৬ জন। আর নারী ভোটার ১ লাখ ১৭ হাজার ৯২ জন। এ ছাড়া তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন দুইজন।

Leave a Reply