‘নির্বাচনে ইসির চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন’
প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংসদ নির্বাচনের সময় যথাযথ পরিবেশ সৃষ্টির জন্য নির্বাচন কমিশনের চাহিদা অনুযায়ী আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হবে।
বুধবার সংসদে গোলাম দস্তগীর গাজীর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনের সময় প্রার্থী ও দলগুলো যাতে আচরণবিধি মেনে চলে, সে জন্য প্রয়োজনীয় বিচারিক ও নির্বাহী হাকিম নিয়োগ করা হবে। তিনি বলেন, নির্বাচন পরিচালনার জন্য যে পরিমাণ অর্থের প্রয়োজন হয়, সরকার তা বরাদ্দ দিয়ে থাকে। এ বিষয়ে কমিশনের আর্থিক স্বাধীনতা আছে।
প্রধানমন্ত্রী জানান, সংসদ নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। ইতিমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হয়েছে।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর এ পর্যন্ত পাঁচ হাজার ৭৭৮টি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সব নির্বাচনই অবাধ ও সুষ্ঠু হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রথমবারের মতো সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
তিনি বলেন, ভোট কেন্দ্র বৃদ্ধি পাওয়ায় অতিরিক্ত ৪০ হাজার স্বচ্ছ ব্যালট বাঙ প্রয়োজনীয় কালিসহ সকল প্রকার সরঞ্জাম সময়মতো ক্রয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনের সহায়ক প্রায় ৭ লাখ কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণের কর্মসূচি প্রণয়ন করা হয়েছে।
প্রশ্নোত্তরের আগে বিকেল পাঁচটার পর স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।