নির্বাচনে আসা ছাড়া বিএনপি’র উপায় নেই: কাদের
জাতীয় নির্বাচন সামনে রেখে ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠক ‘ইতিবাচক’ ছিল বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, বিএনপি এখন বিদেশেও ‘বন্ধুহীন হয়ে পড়েছে’। শনিবার বিকালে মোহাম্মদপুরে মকবুল হোসেন কলেজে মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত ‘শান্তি সমাবেশ’-এ তিনি এসব কথা বলেন। ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের সঙ্গে বৈঠকের কথা তুলে ধরে কাদের বলেন, বিদেশিদের সঙ্গে লবিং করেও তারা (বিএনপি) ব্যর্থ। একের পর এক বিদেশি কূটনীতিকরা বাংলাদেশে এসেছেন এবং সরকারের সঙ্গে মতবিনিময় করেছেন। কিন্তু তারা বিএনপি’র সঙ্গে কোনো বৈঠক করেননি। কূটনীতিকরা বাংলাদেশ সরকারের সঙ্গে ইতিবাচক বৈঠক করেছেন, আর বিএনপি বন্ধুহীন হয়ে পড়েছে। এ সময় তিনি বিএনপিকে ‘গণতন্ত্রের বিষফোঁড়া’ বলেও মন্তব্য করেন। বলেন, এদের কাছে গণতন্ত্র নিরাপদ নয়, তাদের কাছে দেশ কিংবা জনগণ নিরাপদ নয়। ঘরে বসে বসে হিন্দি সিরিয়াল দেখা আর জানালা দিয়ে পুলিশের গতিবিধি পর্যবেক্ষণ করা ছাড়া তাদের কোনো উপায় নেই।