নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানিয়েছে বিএনপি: জার্মান রাষ্ট্রদূত
নির্বাচনে অংশ না নেয়ার কারণ জানিয়েছে বিএনপি: জার্মান রাষ্ট্রদূত
বিএনপি’র কোন মন্তব্যে তিনি অখুশি? জানতে চাইলে রাষ্ট্রদূত আচিন ট্রোস্টার বলেন, বৈঠক শেষে আমাকে উদ্ধৃত করে বলা হয়েছে যে, আমি দেশের মানবাধিকার ও গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছি। কেউ আমাকে উদ্ধৃত করে কিছু বলুক এটা আমি পছন্দ করি না। আমি আমার নিজের কথা নিজেই বলতে পারি। আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলছি এবং আমাকে উদ্ধৃত করে আপনারা যেকোনও কিছু লিখতে পারেন।
কিন্তু অন্য কেউ এটি করতে পারে না।’
বিএনপি’র সঙ্গে তিনি এবং তার উপপ্রধান দেখা করেছেন জানিয়ে রাষ্ট্রদূত বলেন, এটি ছিল সম্পূর্ণ সৌজন্য সাক্ষাৎ, যা ১৬ই মার্চ হওয়ার কথা থাকলেও পরে একদিন পিছিয়ে ১৭ই মার্চ করা হয়। জার্মান রাষ্ট্রদূত বলেন, বৈঠকে বিএনপি নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে দলটির মহাসচিব উপস্থিত ছিলেন। দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি রাজনীতি নিয়েও সেখানে আলোচনা হয়েছে বলে স্বীকার করেন রাষ্ট্রদূত।