নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে ইসি
দশম জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট গ্রহণের জন্য মাঠ পর্যায়ের প্রস্তুতিও চূড়ান্ত। এর মধ্যেই কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ব্যালট বাক্সসহ বিভিন্ন নির্বাচনী সামগ্রী। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সতর্ক অবস্থায় রাখা হয়েছে সশস্ত্র বাহিনী ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের। জোরদার করা হয়েছে নিরাপত্তা পাহারা ও টহল।
নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বলেন, ‘বিভিন্ন জেলাতে আমাদের যে ব্যালট পেপার এবং অন্যান্য সামগ্রী দরকার নির্বাচনের জন্য, সবকিছু পাঠিয়ে দেয়া হয়েছে এবং যথাসময়ে যথাস্থানে পৌঁছিয়ে দিয়েছি।’
প্রধান বিরোধীদল বিএনপি ও তাদের মিত্র জামাতসহ বেশ কিছু রাজনৈতিক দলের বর্জনের মধ্যে কাল ভোটগ্রহণ হবে ১৪৭টি আসনে। একক প্রার্থী থাকায় ভোট হচ্ছে না ১৫৩ টি আসনে।
দশম জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনের মধ্যে ৫৯টি জেলায় ১৪৭ আসনে ভোট হবে। যার মোট ভোটার সংখ্যা ৪,৩৯,৩৮,৯৩৮ জন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছেন ৩৯০ জন। ভোটকেন্দ্র আছে ১৮২০৩ টি। ভোটকক্ষ থাকছে ৯১২১৩ টি।
এদিকে, এবার ভোট হচ্ছে না চাঁদপুর, শরীয়তপুর, জয়পুরহাট, রাজবাড়ী, মাদারীপুর এ ৫টি জেলার সবকটি আসনসহ ১৫৩টি আসনে। ৬১ জন রিটার্নিং অফিসারদের প্রত্যেকেই সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক।
সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করবেন ২৮৭ জন। প্রিজাইডিং অফিসার ১৮২০৮ জন। এছাড়াও ১৪৭ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ এক লাখের ওপরে কর্মকর্তা বিভিন্ন পর্যায়ে এ নির্বাচনে দায়িত্ব পালন করবেন।
রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি ৩ পার্বত্য জেলায় নির্বাচনী উপকরণ নিরাপদে পৌঁছে দিতে হেলিকপ্টারের সাহায্য নিয়েছে কমিশন।