নির্বাচনের পর সংসদ ভেঙ্গে দিয়ে প্রয়োজনে আবার নির্বাচন
আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনের সম্পন্ন হওয়ার পর বিএনপি আলোচনায় আসলে প্রয়োজনে সংসদ ভেঙ্গে দিয়ে আবার নির্বাচন হবে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় গণভবনে দলের কার্যনির্বাহী পষিদের বৈঠকে প্রধানমন্ত্রী একথা বলেন।
এর আগে সরকারের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন অনুষ্ঠানে একাধিকবার বলেছেন, দশম সংসদ নির্বাচনের ট্রেন বিএনপি ফেল করেছে, এই নির্বাচনী ট্রেনে চড়ার সুযোগ বিএনপির আর নেই।
এ ছাড়া যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এর আগে ইঙ্গিত দিয়েছিলেন যে, দুই দলের মধ্যে যে সংলাপ চলছে তা দশম নয় একাদশ সংসদ নির্বাচন নিয়ে।
তবে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্ত্রীদের ঐ দাবিকে মিথ্যা হিসাবে আখ্যায়িত করে বলেছেন, দশম সংসদ নির্বাচন নিয়েই আলোচনা হচ্ছে। প্রধানমন্ত্রীর সর্বশেষ এ বক্তব্যে তারই ইঙ্গিত পাওয়া গেল।
বৃহস্পতিবার সন্ধায় দলের নেতাদের সঙ্গে বৈঠকে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া নির্বাচনের ‘ট্রেন মিস’ করেছেন। তিনি এই নির্বাচনে তাদের আসার আর সুযোগ নেই। তবে বিএনপিকে মানুষ হত্যা বন্ধ করতে হবে।
বিএনপির সঙ্গে চলমান সংলাপের প্রসঙ্গ ধরে তিনি বলেন, আলোচনা হচ্ছে, আলোচনা নির্বাচনের পরও হবে।
আলোচনার মধ্য দিয়ে যদি আমরা সমঝোতায় আসতে পারি, আর উনি যদি হরতাল-অবরোধ বন্ধ করেন, তাহলে সংসদ ভেঙে দিয়েও নির্বাচন দিতে পারি।