নির্বাচনী লড়াই থেকে সরে দাড়ালেন ব্লুমবার্গ

05/03/2020 1:51 pmViews: 8

নির্বাচনী লড়াই থেকে সরে দাড়ালেন ব্লুমবার্গ

নির্বাচনী লড়াই থেকে সরে দাড়ালেন ব্লুমবার্গ
নিউইয়র্কের সাবেক মেয়র শীর্ষ ধনী মাইকেল ব্লুমবার্গ।ছবি: বিবিসি।

নিউইয়র্কের সাবেক মেয়র শীর্ষ ধনী মাইকেল ব্লুমবার্গ ডেমোক্র্যাট দল থেকে ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জন্য প্রার্থী হতে চেয়েছিলেন। এই জন্য লাখ লাখ মার্কিন ডলারও ব্লুমবার্গ তার নির্বাচনী প্রচারণায় খরচ করেছেন। তবে শেষ পর্যন্ত প্রাইমারি ভোটে কোনো অঙ্গরাজ্যেই জয় না পাওয়ায় আর প্রচারণা চালাবেন না বলে জানিয়ে দিয়েছেন তিনি।

বুধবার একটি বিবৃতিতে মাইকেল ব্লুমবার্গ বলেন, তিন মাস আগে , আমি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারানোর জন্য প্রতিযোগিতায় নেমেছিলাম। আজ, আমি একই কারণে প্রতিযোগিতা ছেড়ে যাচ্ছি। এছাড়াও মাইকেল ব্লুমবার্গ জানিয়ে দিয়েছেন, ডেমোক্র্যাট দলের আরেক মনোনয়ন প্রত্যাশী জো বাইডেনকেই সমর্থন করবেন তিনি।

জানা গেছে, নির্বাচনী প্রচারণায় গত তিনমাসে ৪০৯ মিলিয়ন ডলার খরচ করেছেন মাইকেল ব্লুমবার্গ।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রাইমারি ভোটের সুপার টুয়েসডেতে বাজিমাত করছেন যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। ১৪টি রাজ্যের মধ্যে ১০টিতেই জিতেছেন তিনি। হোয়াইট হাউজের দৌড়ে টিকে থাকতে হলে একজন ডেমোক্রেট প্রার্থীকে কমপক্ষে ১৯৯১ টি ডেলিগেট পেতে হবে। এর মধ্যে সুপার টুয়েসডেতে অনুষ্ঠিত ভোটে ডেলিগেট ছিলেন কমপক্ষে ১৩০০। আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে কে হবেন ডেমোক্র্যাট প্রার্থী তা নির্ধারণ করতে গত ৩রা ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রাইমারি নির্বাচন।

Leave a Reply