নির্বাচনী ইশতেহার,কোরআন ও সুন্নাহবিরোধী আইন করবে না আওয়ামী লীগ
ক্ষমতায় এলে কোরআন ও সুন্নাহ পরিপন্থী কোন আইন করা হবে না বলে নির্বাচনী ইশতেহার ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
‘এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ স্লোগানে আওয়ামী লীগের ২০১৪ সালের নির্বাচনীয় ইশতেহার পাঠ করেন শেখ হাসিনা। বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মলন কেন্দ্র থেকে তিনি এ ইশতেহার ঘোষণা করেন। এবারে ৪৮ পাতার একটি ইশতেহার প্রকাশ করছে দলটি।
ইশতেহারের ২০ দশমিত ৩ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে, ‘জণগণের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা হবে। কোরআন ও সুন্নাহ পরিপন্থি কোন আইন প্রণয়ন করা হবে না। সকল ধর্মের শিক্ষা ও মূল্যবোধের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে উন্নত মসজিদ নির্মাণ করা হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সংস্কার ও উন্নত করা হবে।’
সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মুল প্রসঙ্গে বলা হয়েছে, ‘যে কোন মূল্যে সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদ নির্মুল করা হবে। সকল ধর্মের শান্তিপূর্ণ সহাবস্থান, পারস্পারিক সহযোগীতা ও সম্প্রীতিকে দৃঢ় করার জন্য সামাজিক সচেতনতার পাশাপাশি আইনগত রক্ষা কবচের ব্যবস্থাকে আরও জোরদার করা হবে। সাম্প্রদায়িক প্রচার ও রাজনীতি নিষিদ্ধ করা হবে। বিজ্ঞান মনস্ক উদার মানবিক সমাজ গড়ে তোলা হবে।’