নির্ধারিত সময়ে ট্যানারি না সরালে প্লট বাতিল: শিল্পমন্ত্রী

13/01/2016 5:06 pmViews: 8
নির্ধারিত সময়ে ট্যানারি না সরালে প্লট বাতিল: শিল্পমন্ত্রী
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, বেধে দেয়া সময়ে যেসব ট্যানারি হাজারীবাগ ছাড়বে না, তাদের উকিল নোটিশ দেয়া হবে। তাতেও কাজ না হলে প্লট বাতিল করা হবে।

মন্ত্রী বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) জেপেক্সকো-২০১৬-‘র উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ কথা বলেন।
রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সরানোর বিষয়ে সরকারের বেধে দেয়া ৭২ ঘণ্টার সময়সীমা বৃহস্পতিবার শেষ হচ্ছে।সময়সীমা শেষে ট্যানারি না সরালে প্লট কেন বাতিল করা হবে না মর্মে নোটিশ দেয়ার কথা জানান শিল্পমন্ত্রী।
আমু বলেন, প্লট স্থানান্তর নিয়ে ছেলেখেলা করা যাবে না। হাজারীবাগে ট্যানারি শিল্প থাকার কারণে বুড়িগঙ্গাসহ আশপাশের পরিবেশ ধ্বংস হচ্ছে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে আমাকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে বলেছেন।
শিল্পমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজার ধরতে হলে হাজারীবাগ থেকে ট্যানারি শিল্প সাভারে স্থানান্তর করতেই হবে। আমাদের কাছে বহু দেশী-বিদেশী কোম্পানি প্লট বরাদ্দ চাচ্ছে। কিন্তু যাদের আগে বরাদ্দ দেয়া হয়ে গেছে তাদের কয়েকবার সুযোগ দেয়া হয়েছে। তারপরও তারা যদি আজকের মধ্যে স্থানান্তর না করে তাহলে তাদের প্লট বাতিল করা হবে।
মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে হাজারীবাগ থেকে কারখানা প্রতিশ্রুতি অনুযায়ী সাভারসহ নির্ধারিত স্থানে সরাতে হবে। এর ব্যত্যয় হলে সাভারের চামড়া শিল্পনগরীতে মালিকদের নামে বরাদ্দ করা প্লট বাতিল করা হবে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এর আগে গত ১০ জানুয়ারি ৭২ ঘণ্টার মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি কারখানা সরানোর নির্দেশ দিয়েছিলেন।

Leave a Reply