নির্জন দ্বীপে অবকাশে ক্যাট-রণবীর

26/07/2013 6:55 amViews: 27

1374821126ranbir--Bঢাকা : এতদিন যেটা নিয়ে ফিসফিসানি চলছিল, তাতেই সিলমোহর ফেলে দিল ফাঁস হওয়া কতগুলো ছবি। নীল সৈকতে অতি স্বল্প পোশাক পরে আবকাশ যাপন করছেন রণবীর কাপুর-ক্যাটরিনা কাইফ। আর তাদের সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ধরা পড়ল গোপন ক্যামেরায়। সেই ছবি ফাঁস হতেই একেবারে লঙ্কাকাণ্ড।

এক নামজাদা ম্যাগাজিনে ফাঁস হয়ে গেল স্পেনে গোপনে ছুটি কাটাতে যাওয়া রণবীর-ক্যাটরিনার ছবি। ছবিগুলিতে দেখা যাচ্ছে ক্যাটরিনা সাদা-ও লাল বিকিনি পরে রণবীরকে তাড়া করছেন। এই ছবি নিয়ে দেশের গোটা ইন্টারনেট দুনিয়া তোলপাড় হয়ে গিয়েছে। ফেসবুক থেকে টুইটার সব জায়গাতেই ক্যারিনা-রণবীরের প্রেমের কাহিনি নিয়ে নানা মন্তব্য।

ক্যাটরিনা কাইফের সঙ্গে রণবীরের প্রেম নিয়ে অবশ্য এরআগেও নানা ঘটনা সামনে এসেছে। কতদিন আগে রণবীরের মা নীতু কাপুর লন্ডনে ক্যাটের সঙ্গে দেখা করেন। ক্যাটকে দারুণ পছন্দও করে ফেলেন নীতু।

রণবীর এখন অনুরাগ কাশ্যপ পরিচালিত `বোম্বে ভেলবেট` সিনেমার শ্যুটিংয়ে ব্যস্ত। এ সিনেমায় রণবীরের বিপরীতে অভিনয় করবেন অনুষ্কা শর্মা। কিন্তু রণবীরের মনতো এখন মজে ক্যাটে।

Leave a Reply