নিরাপত্তার শংকা না থাকলে বিএনপিকে সমাবেশের অনুমতি
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলো কর্মসূচি করবে, এটাই তো স্বাভাবিক। তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে দেশের নিরাপত্তা নিয়ে ভাবতে হয়।
তিনি বলেন, নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়ন করেই রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়া হবে।
আসাদুজ্জামান খাঁন আরো বলেন, যেকোনো ধরনের নিরাপত্তার আশংকা থাকলে আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি দেখবে এবং ব্যবস্থা নেবে।
এর আগে মন্ত্রী ফায়ার সার্ভিসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।
এসময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোজাম্মেল হক খান, ফায়ার সার্ভিসের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল আলী আহম্মেদ খান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।