নিরপেক্ষ নির্বাচন হলে আ’লীগ বিরোধী দলও হবে না

04/07/2015 8:31 pmViews: 4
নিরপেক্ষ নির্বাচন হলে আ’লীগ বিরোধী দলও হবে না

 ০৪ জুলাই, ২০১৫

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। কারণ নিরপেক্ষ নির্বাচন হলে তারা বিরোধী দলে থাকার জন্য যে আসন দরকার তাও পাবে না।

শনিবার দুপুরে রাজধানী নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আসাদুজ্জামান রিপন বলেন, নিরপেক্ষ নির্বাচন হলে আওয়ামী লীগ ১০টি আসনও পাবে না। কিন্তু আমরা চাই না আওয়ামী লীগ বিরোধী দল হিসেবে ধ্বংস হয়ে যাক। তবে তারা নিজেদের পথকেই সংকুচিত করছে।

নির্বাচন কমিশনের সমালোচনা করে বিএনপির এ মুখপাত্র বলেন, নির্বাচন কমিশন (ইসি) বর্তমান ও ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন করতে পারবে না, তারা সেই সামর্থ্য হারিয়ে ফেলেছেন। তাই ইউএনডিপি গত জাতীয় নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচনের পর এক ধরনের হতাশা হয়ে চলে যাচ্ছেন।

এসময় প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদসহ সকল কমিশনারের পদত্যাগ দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, অর্থ বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-দফতর সম্পাদক আব্দুল লতিফ জনি প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply