নিজের মতো করে সরকার চালানো আর সম্ভব হবে না বাইডেনের।
তবে রিপাবলিকানদের এই জয়কে ছোট করে দেখার সুযোগও নেই। বিবিসি জানিয়েছে, এখন প্রেসিডেন্ট জো বাইডেনের মেয়াদের বাকি দুই বছর তার এজেন্ডা বাস্তবায়ন ঠেকানোর জন্য এই সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ঠ। যদিও হাড্ডাহাড্ডি লড়াইয়ে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ ধরে রেখেছে ডেমোক্রেটরা। তারপরেও নিজের মতো করে সরকার চালানো আর সম্ভব হবে না বাইডেনের জন্য। প্রতিনিধি পরিষদে জয় নিশ্চিত হওয়ায় রিপাবলিকান পার্টিকে অভিনন্দন জানিয়েছেন জো বাইডেন। রিপাবলিকান বিজয়ের পর জো বাইডেন বলেন, রিপাবলিকানরা হাউজে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করায় আমি নেতা কেভিন ম্যাকার্থিকে অভিনন্দন জানাই।