‘নিজের দুর্নীতি আড়াল করতেই প্রধানমন্ত্রী মিথ্যাচার করছেন’
প্রতিবেদক : বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নিজের সীমাহীন দুর্নীতি ও অত্যাচার আড়াল করতেই বিরোধীদলীয় নেত্রীকে নিয়ে মিথ্যাচার করছেন প্রধানমন্ত্রী।
শুক্রবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, প্রধানমন্ত্রী নিজের চাঁদাবাজি, দুর্নীতির কালিমা ঢাকতে রাষ্ট্রক্ষমতার সব শক্তিকে ব্যয় করছেন। বিরোধীদলীয় নেত্রীর বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য ঈর্ষাপরায়ণ ও কলহপ্রিয় নারীর অন্ধ হিংসা চরিতার্থ করারই নামান্তর।
তিনি বলেন, খালেদা জিয়াকে ‘খুনি ও মিথ্যাবাদী’ উল্লেখ করে বুধবার ঈশ্বরদীতে জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন। তার এ বক্তব্য অসভ্য, অগণতান্ত্রিক দেশের একক কর্তৃত্বাধীন মনোবৈকল্যগ্রস্ত নেতাদের বক্তব্যের সমতুল্য। এমন অবিশ্বাস্য কুত্সা রটানোর মাধ্যমে তিনি দেশের নিরাপত্তা ও গণতন্ত্রকে ধ্বংসের ধারপ্রান্তে দাঁড় করিয়েছেন।
সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারে শেখ হাসিনার নেতৃত্বে ১৬ সদস্যের মন্ত্রিসভা গঠন হবে জানিয়ে সম্প্রতি আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের দেয়া বক্তব্যের সমালোচনা করা হয়।
এছাড়া মন্ত্রিপরিষদে গ্রামীণ ব্যাংককে কেন্দ্রীয় ব্যাংকের অধীনে নেওয়ার সিদ্ধান্তেরও প্রতিবাদ জানান রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের এমন সিদ্ধান্ত নিজের নাক কেটে অন্যের যাত্রাভঙ্গেরই শামিল।
সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আব্দুস সালামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
–