নিজের চলচ্চিত্র নিয়ে লজ্জিত ইমরান
‘কাট্টি বাট্টি’ চলচ্চিত্রটিতে নিজের চরিত্র সম্পর্কে বলতে গিয়ে ইমরান বলেছেন, আমার কাজ নিয়ে আমি খুশি ও গর্বিত। কিন্তু অন্য কেউ সেটি পছন্দ করল কি করল না সেটি আমার হাতে নেই। নিজের অভিনীত কয়েকটি চলচ্চিত্র আমারই অপছন্দ। এমনকি সেগুলো নিয়ে আমি লজ্জাবোধ করি। কিন্তু সেসব চলচ্চিত্র অনেক দর্শক পছন্দ করেছে। আমাকে তারা বলেছে, চলচ্চিত্রটি সুন্দর।
তিনি বলেন, এমন অনেক চলচ্চিত্র আছে যেটি আমি নিয়ে গর্ববোধ করি না। তাই আপনি জোর দিয়ে বলতে পারবেন না দর্শক পছন্দ করবে কি করবে না। যদি কেউ সত্য হয়ে থাকে তবে বলবে না যে সে তার প্রত্যেক চলচ্চিত্র নিয়ে গর্বিত। এটা কেউই বলতে পারবে না। সূত্র: এনডিটিভি।