‘নিজেদের কৃতকর্মের জন্য তওবা করুন’
‘মাদ্রাসার এতিম ছাত্রদের দিয়ে বোমা তৈরি করানো হয়’ জাতির উদ্দেশে প্রধানমন্ত্রীর দেয়া ভাষণের তীব্র নিন্দা জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা এরূপ নির্লজ্জ মিথ্যাচার থেকে বিরত থেকে নিজেদের কৃতকর্মের জন্য প্রধানমন্ত্রীকে তওবা করার পরামর্শ দিয়েছে।
সোমবার এক বিবৃতির মাধ্যমে সংগঠনটির নেতারা একথা বলেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সরকার প্রধানের মতো মর্যাদাপূর্ণ পদে আসীন থেকে পুরো জাতির সামনে প্রধানমন্ত্রী যে মিথ্যাচার করলেন তাতে দেশের ধর্মপ্রাণ মানুষ অত্যন্ত মর্মাহত ও ক্ষুব্ধ হয়েছে। তার উচিত অবিলম্বে এই অসত্য বক্তব্য প্রত্যাহার করে নেয়া। কারণ বাংলাদেশে কোথাও কোনো মাদ্রাসায় এ পর্যন্ত বোমা তৈরিসহ কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হয়নি।
নেতারা বলেন, আজ অবধি কওমী মাদ্রাসার বিরুদ্ধে অপপ্রচার, বানোয়াট কল্পকাহিনী ও পরিকল্পিত অপবাদের একটিও প্রমাণ করা সম্ভব হয়নি।
তারা আরও বলেন, একদল ইসলামবিদ্বেষী ব্লগার ও চিহ্নিত নাস্তিক-মুরতাদদের ইসলাম, আল্লাহ, রাসুল (সাঃ), পবিত্র কোরআন ও হাদীসবিরোধী ইতিহাসের জঘন্যতম কটূক্তির কোনো বিচার করেনি। উল্টো নিরীহ তাওহিদী জনতা, আলেমসমাজ ও প্রতিবাদী সাধারণ মানুষকে হামলা, মামলা, জুলুম ও মিথ্যা অপবাদের লক্ষ্যবস্তু বানিয়ে সরকার তার কদাকার চেহারা ও মারাত্মক ভুল অবস্থান জাতির সামনে স্পষ্ট করেছে।
যারা বিবৃতি দিয়েছেন- মাওলানা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী, মাওলানা আবদুল মোমেন খলিফায়ে মাদানী, মাওলানা হাফেজ শামসুল আলম, মাওলানা শাহ্ আহমদুল্লাহ আশরাফ, মাওলানা নুর হোসাইন কাসেমী, মাওলানা তাফাজ্জল হক হবিগঞ্জ, মাওলানা আশরাফ আলী বিজয়পুরী, মাওলানা আবদুল হামিদ পীর সাহেব মধুপুর, মাওলানা মুফতি মুজাফফর আহমদ, পটিয়া, মাওলানা আবদুল মালেক হালিম, মাওলানা আনওয়ার শাহ্ কিশোরগঞ্জ, মাওলানা মোস্তাফা আজাদ আরজাবাদ, মাওলানা হাফেজ তাজুল ইসলাম পীর সাহেব ফিরোজশাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী ময়মনসিংহ, মাওলানা মুবারকুল্লাহ বি. বাড়িয়া, মাওলানা মাওলানা মুহিবুল হক গাছবাড়ি, সিলেট, মাওলানা সালাহুদ্দিন নানুপুরী, ও মাওলানা সলিমুল্লাহ নাজিরহাট, মাওলানা লোকমান হাকিম চট্টগ্রাম, মাওলানা মাহফুজুল হক রহমানিয়া ঢাকা, মাওলানা ফয়েজুল্লাহ মাদানীনগর, মাওলানা আবদুল কুদ্দুস ফরিদাবাদ, মাওলানা ওবাইদুর রহমান মাহবুব বরিশাল, মাওলানা মোশতাক আহমদ খুলনা, মাওলানা আনোয়ারুল করিম যশোর, মাওলানা ইয়াকুব বগুড়া, মাওলানা মুফতি আবুল হাসান রংপুর, মাওলানা আবদুল জব্বার জিহাদী রাজশাহী, মাওলানা নুরুল হক কুমিল্লা, মাওলানা নুরুল হুদা নোয়াখালী, মাওলানা আবুল কাসেম ফেনী, মাওলানা আবুল হাসান কক্সবাজার, মাওলানা মাসউদুল করিম গাজীপুর প্রমুখ।