নিজাম হাজারীর রায় আবার পিছিয়েছে

23/08/2016 6:56 pmViews: 5
নিজাম হাজারীর রায় আবার পিছিয়েছেফেনীর আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিন হাজারীর এমপি পদ থাকবে কিনা- সে প্রশ্নে উচ্চ আদালতের রায় ঘোষণার দিন পিছিয়ে আগামী ৩০ আগস্ট ধার্য করেছেন আদালত। একই সঙ্গে মামলা চলাকালে নিজাম হাজারী কতদিন হাজতবাস করেছেন, তা নিশ্চিত হওয়ার জন্য আপিল বিভাগে নিষ্পত্তিকৃত মামলার নথি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখাকে জমা দিতেও বলা হয়েছে। মঙ্গলবার বিচারপতি ইমদাদুল হক ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এ দিন ধার্য করেন।

Leave a Reply