নিজামীর রিভিউ আবেদনের শুনানি কাল

02/05/2016 9:11 pmViews: 7
নিজামীর রিভিউ আবেদনের শুনানি কাল
 
নিজামীর রিভিউ আবেদনের শুনানি কাল
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে জামায়াতের আমীর মতিউর রহমান নিজামীর রিভিউ পিটিশন শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য রয়েছে। ওইদিনের আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকার চার নম্বর ক্রমিকে রিভিউ পিটিশনটি অন্তর্ভূক্ত রয়েছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চে এ রিভিউ পিটিশনের শুনানি অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, গত ৩ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য কার্যতালিকায় আসে। কিন্তু আসামি পক্ষে ৬ সপ্তাহ সময় চেয়ে আবেদন করলে প্রধান বিচারপতি এসকে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগ এক সপ্তাহ সময় মঞ্জুর করে। সেই মোতাবেক গত ৭ এপ্রিল রিভিউ পিটিশন শুনানির জন্য আবার কার্যতালিকায় আসে। ওইদিনও আসামি পক্ষ সময় চেয়ে আবেদন দাখিল করেন। আপিল বিভাগ সময় মঞ্জুর করে ৩ মে শুনানির জন্য দিন ধার্য করে দেয়। সেই মোতাবেক আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় রিভিউ পিটিশন শুনানির জন্য অন্তর্ভূক্ত রয়েছে।
বুদ্ধিজীবী নিধনসহ মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে মৃত্যুদন্ড দেয় যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১। ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদণ্ডের ওই রায় বহাল রাখে আপিল বিভাগ। আপিল বিভাগের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি গত ১৫ মার্চ প্রকাশ পায়। রায় প্রকাশের পর গত ২৯ মার্চ আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় রিভিউ পিটিশন দাখিল করেন নিজামীর আইনজীবীরা।

Leave a Reply