নিজামীর পক্ষে আপিলে যুক্তিতর্ক উপস্থাপন শেষ

02/12/2015 1:11 pmViews: 6
নিজামীর পক্ষে আপিলে যুক্তিতর্ক উপস্থাপন শেষ

 

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর আপিল আবেদনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চে এ যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়।

বেঞ্চের অন্য তিন সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালতে নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট এস এম শাহজাহান। এর আগে গত ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর নিজামীর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।

আগামী ৮ ডিসেম্বর পাল্টা যুক্তিতর্ক উপস্থানের জন্য দিন ধার্য করা হয়েছে।

এেিদক মতিউর রহমান নিজামীকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে আজ তার খালাস দাবি করেন তার আইনজীবী এস.এম শাহজাহান।

এর আগে গত ২৫ নভেম্বর আদালত ৩০ নভেম্বর, ১ ডিসেম্বর ও ২ ডিসেম্বর এই তিন দিন নিজামীর পক্ষে যুক্তি উপস্থাপনের জন্য দিন ধার্য করেন আপিল বিভাগ। আর ৭ ডিসেম্বর রাষ্ট্রপক্ষ যুক্তি উপস্থাপন করবেন। এরপর পাল্টা যুক্তি উপস্থাপন করবেন আসামি পক্ষ।

২০১৪ সালের ২৯ অক্টোবর বিচারপতি এম ইনায়েতুর রহিম নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মতিউর রহমান নিজামীকে মৃত্যুদণ্ড দেয়। এ রায়ের বিরুদ্ধে একই বছরের ২৩ নভেম্বর সুপ্রিম কোর্টে আপিল করেন জামায়াতের আমির মতিউর রহমান নিজামী। ৬ হাজার ২৫২ পৃষ্ঠার আপিলে ফাঁসির আদেশ বাতিল করে খালাস চেয়েছেন নিজামী।

Leave a Reply