নিখোঁজ বিমান তল্লাশিতে চীনের সন্দেহজনক বস্তুর সন্ধান

24/03/2014 9:44 pmViews: 8

 

 

বেইজিং, ২৪ মার্চ  : চীনের বিমান ক্রুরা ভারত মহাসাগরের দক্ষিণে সন্দেহজনক বস্তু শনাক্ত করতে পেরেছে বলে দাবি করেছে। মালয়েশিয়ার এয়ারলাইন্সের নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইট অনুসন্ধানে চীন স্যাটেলাইটের সাহায্যে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিল।

সোমবার দেশটির সরকারি বার্তা সংস্থা সিনহুয়া এ কথা জানায়। তবে সংস্থাটি এ সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেনি।

এর আগে সিনহুয়ার খবরে বলা হয়, স্যাটেলাইট থেকে পাওয়া ইমেজ সন্ধানে চীনের সামরিক বিমান অষ্ট্রেলিয়ার পার্থ থেকে ভারত মহাসাগরের ওই এলাকার উদ্দেশে যাত্রা করেছে।

গত ৭ মার্চ রাতে মালয়েশিয়া এয়ারলাইনসের এমএইচ৩৭০ ফ্লাইটটি ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয়। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে চীনের বেইজিংয়ের উদ্দেশে যাত্রার এক ঘণ্টা পর এটি যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

Leave a Reply