‘নিখোঁজ’ বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াসের বিয়েতে দেখা যায় জিএম কাদের ও মির্জা ফখরুলকে।
একটি ছবিতে দেখা যায়, এক টেবিলে পাশাপাশি বসে খাবারের প্রস্তুতি নিচ্ছেন এই দুই নেতা। এর পাশে বসা ছিলেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। জানতে চাইলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান মানবজমিনকে বলেন, একটি বিয়ের অনুষ্ঠানে এ দুইজনের দেখা হয়। অনুষ্ঠান শেষে দু’জন কুশল বিনিময় করেন।