নিখোঁজ এমএইচ-৩৭০ : তদন্তের জন্য ধ্বংসাবশেষ প্যারিসে
নিখোঁজ এমএইচ-৩৭০ : তদন্তের জন্য ধ্বংসাবশেষ প্যারিসে
০১ আগস্ট ২০১৫,শনিবার
ভারত মহাসাগরে অবস্থিত ফরাসী মালিকানাধীন একটি দ্বীপে পাওয়া বোয়িং ৭৭৭’র পাখার অংশটি প্যারিসে নেয়া হয়েছে। রহস্যজনকভাবে নিখোঁজ মালয়েশিয়ার এমএইচ৩৭০ ফ্লাইটের সাথে সম্ভাব্য সম্পর্ক খতিয়ে দেখার জন্য আজ শনিবার তদন্তকারীদের কাছে ভগ্নাবশেষটি হস্তান্তর করা হবে।
প্যারিসের অর্লি বিমানবন্দরের ওয়েবসাইটের খবরে বলা হয়, ভগ্নাবশেষটি বহনকারী এয়ার ফ্রান্সের ফ্লাইট স্থানীয় সময় ভোর ৬টা ১৭ মিনিটে বিমানবন্দরে অবতরণ করে। খণ্ডটি সড়ক পথে ফ্রান্সের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় তুলুস নগরীর কাছে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি পরীক্ষাগারে পুলিশি পাহারায় নিয়ে যাওয়া হবে। সেখানে বিশেষজ্ঞরা বুধবার তাদের পরীক্ষা-নিরীক্ষার কাজ শুরু করবেন।
উল্লেখ্য, ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে রাতে দক্ষিণ চীন সাগরে বিমানটি নিখোঁজ হয়।