নিখোঁজ ব্যবসায়ী খালেদের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ী খালেদের লাশ বুড়িগঙ্গা থেকে উদ্ধার
রাজধানীর ধানমন্ডি থেকে নিখোঁজ ডাচ বাংলা চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) সভাপতি মো. খালেদ হাসানের মরদেহ বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয়েছে। কেরানীগঞ্জ মডেল থানার এএসআই মো. বাশার মানবজমিনকে জানান, বেলা সাড়ে ১২টার দিকে কামরাঙ্গীরচর বরাবর বুড়িগঙ্গা নদী থেকে নিখোঁজ ব্যবসায়ী খালেদ হাসানের লাশ উদ্ধার করা হয়। এরপর মৃতদেহ মিটফোর্ড হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। এর আগে শনিবার রাতে ধানমন্ডির বাসা থেকে অফিসে যাওয়ার পথে তিনি নিখোঁজ হন। এরপরই রাতে তার শ্যালক শরিফুল আলম থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। তার অফিস ৫২/১ নিউ ইস্কাটনের হাসান হোল্ডিংয়ের অষ্টম তলায় ছিল।