‘নিখোঁজ’ বাংলাদেশী পরিবারটি আইএসের জিম্মায়
‘নিখোঁজ’ বাংলাদেশী পরিবারটি আইএসের জিম্মায়
৪ জুলাই ২০১৫, শনিবার
যুক্তরাজ্যের বাংলাদেশী বংশোদ্ভূত পরিবারটি তাদের কাছে আছে বলে দাবি করেছে আইএস। এক বিবৃতিতে আইএস জানিয়েছে তারা নিরাপদেই আছে। ওই বিবৃতির সঙ্গে নিখোঁজ পরিবারের দুই সদস্যের ছবিও প্রকাশ করা হয়েছে। বিবিসি এ খবর প্রকাশ করে জানিয়েছে বিবৃতির সত্যতা তারা যাচাই করতে পারেনি।
যুক্তরাজ্য থেকে দেশে এসে ফেরার পথে গত মে মাসে সিরিয়ায় ১২ সদস্যের ওই বাংলাদেশী পরিবারটি উধাও হয়ে যাওয়ার পর থেকে ব্যাপক গুঞ্জন চলছিল। ওই পরিবারের কয়েকজনের সঙ্গে উগ্রবাদীদের সম্পর্ক থাকার ঘটনা জানার পর যুক্তরাজ্য পুলিশ ধারণা করছিল, ওই পরিবারটি আইএসের সঙ্গে ভিড়েছে।
তাদের অপহরণ কিংবা জোর করে নেয়ার অভিযোগ উড়িয়ে দিয়ে আইএস বলেছে, আইএস কাউকে বাধ্য করে না। আল্লাহর কাছে নিজেকে সমর্পিত করার আহ্বান জানায়। পরিবারটি এমন একটি ভূমিতে পৌঁছেছে, যা ‘দুর্নীতি ও আগ্রাসনমুক্ত’ এবং যেখানে মুসলমানদের খলিফা ছাড়া আর কারও কর্তৃত্ব নেই।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল এই পরিবারটি বাংলাদেশে যায়। এক মাস পর ১১ মে তারা ফেরার জন্য রওনা হয়। ১১ মে তারা ইস্তাম্বুল নামে, তিন দিন পর তাদের লন্ডনের হিথরো বিমানবন্দরে পৌঁছার কথা থাকলেও তারা সেখানে যাননি।