নিউ যমুনা মটরস্ এর উদ্যেগে বিজনেস পার্টনার মিট ও বেস্ট রিটেইলার এওয়ার্ড প্রদান।

31/03/2023 11:44 pmViews: 87


মোহাম্মদ শাহবুদদীন সাদ্দাম, স্টাফ রির্পোটার: তেজগাঁও ট্রাকষ্ট্যান্ডের স্বনামধন্য প্রতিষ্ঠান নিউ যমুনা মটরস্ এর উদ্যেগে রাজধানীর তেজগাঁও এ একটি মিলোনায়তনে বিজনেস পার্টনার মিট ও বেস্ট রিটেইলার এওয়ার্ড ২০২২ প্রদান অনুষ্ঠানটি আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানটি আজ শুক্রবার বিকাল ৪-ঘটিকায় আরম্ব হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ যমুনা মটরস্ এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাহবুদদীন সাদ্দাম, কার্যকরি সদস্য বাংলাদেশ ট্রাক কাবারভ্যান ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি এবং সভাপতি পূর্ব তেজতুরী বাজার কল্যান সমিতি যুব পরিষদ। উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তেজগাঁও এর সকল রিটেইলার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিকগন।

উক্ত অনুষ্ঠানে নিউ যমুনা মটরস্ এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাহবুদদীন সাদ্দাম উপস্থিত থেকে বেস্ট রিটেইলার এওয়ার্ড প্রদান করেন। উক্ত অনুষ্টানে বেস্ট রিটেইলার এওয়ার্ড প্রদান করা হয় সাফা মটরস্ এবং তেজগাঁও মটরস্ কে। উক্ত অনুষ্ঠানে নিউ যমুনা মটরস্ এর স্বত্বাধিকারী মোহাম্মদ শাহবুদদীন সাদ্দাম বলেন এই ধরনে বেস্ট রিটেইলার এওয়ার্ড প্রদান অনুষ্ঠান অব্যাহত থাকবে। এই ধরনের ব্যতিক্রম অনুষ্ঠানে রেটেইলার অনেক আনন্দীত পরিশেষে দোয়া এবং মোনাজাতের পর ইফতার পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

Leave a Reply