নিউমার্কেটে বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে
ঢাকা: রাজধানীর নিউমার্কেট এলাকার বিশ্বাস বিল্ডার্স নামের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার রাত ১০টা ৫৫ মিনিটেকে আগুনের সূত্রপাত হয়। রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় তিনজন আহত হয়েছে।
ফায়ার সার্ভিসের ঢাকা জোনের ডেপুটি ডিরেক্টর ভরত চন্দ্র বিশ্বাস বাংলানিউজকে বলেছেন, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে।
তিনি জানান, ভবনের ছয়তলার ইলেক্ট্রিক বোর্ড থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন ছয়তলা থেকে ১৩ তলা পর্যন্ত আগুন ছড়িয়ে পড়েছিলো।
এর আগে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, ১৪ তলা ভবনটির ছয়তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এরপর আগুন পুরো ফ্লোরে ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করেছে বলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে।
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর রাত ১টার দিকে ৠাব ও ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকে ঘোষণা দেওয়া হয়, আগুন সর্ম্পূণ নিয়ন্ত্রণে। এ ভবন পুরোপুরি বিপদমুক্ত। এ ভবনের যারা থাকেন তারা নিজ নিজ বাসায় চলে যান।
ৠাবের এক সদস্য জানান, আগুনে সৃষ্ট ধোঁয়ায় তিনজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে