নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের প্রথম ওয়ানডে আজ : দু’দলই চায় জয়

28/10/2013 6:49 pmViews: 14

168859মিথুন আশরাফ ॥ বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে আজ। ম্যাচটি দিবারাত্রিতে হবে। দুপুর দেড়টায় শুরু হবে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ম্যাচটি হবে। বেসরকারী টেলিভিশন চ্যানেল জিটিভি খেলা সরাসরি সম্প্রচার করবে। বাংলাদেশ টেলিভিশনও (বিটিভি) খেলা সরাসরি দেখাবে। সিরিজের পরের দুটি ওয়ানডে হবে যথাক্রমে মিরপুরে বৃহস্পতিবার ও ফতুল্লায় ৩ নবেম্বর।
বাংলাদেশ এ ম্যাচে নামার আগে ২০১০ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সর্বশেষ লড়াইয়ে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ৪-০ ব্যবধানে (এক ম্যাচ পরিত্যক্ত হয়) জেতার সুখস্মৃতি নিয়ে নামছে। আর নিউজিল্যান্ড হোয়াইটওয়াশ হওয়ার দুঃসহ স্মৃতি কাঁধে করে নামছে।
নিউজিল্যান্ডের সামনে আরও কঠিন সময় অপেক্ষা করছে হয়ত। যে কোনভাবেই সিরিজ জিততে হবে নিউজিল্যান্ডকে। নয়ত আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে সপ্তম থেকে অষ্টম স্থানে নেমে যাবে। তখন ওয়েস্ট ইন্ডিজ অষ্টম থেকে সপ্তম স্থানে উঠে যাবে। আর যদি সিরিজ জিতে নিউজিল্যান্ড তাহলে সপ্তম স্থান ধরে রাখবে। বাংলাদেশ এখন আছে নবম স্থানে। সিরিজ জিতলেও স্থানে কোন পরিবর্তন হবে না বাংলাদেশের। হারলেও অবস্থান নড়চড় হবে না।
তবে দুই দলের মধ্যে লড়াইয়ে নিউজিল্যান্ডের স্মৃতি একটু বেশিই মজবুত। বাংলাদেশে তিনবার সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। ২০০৪ সালে প্রথমবার। তিন ম্যাচের সিরিজে তিনটিতেই হেরেছে বাংলাদেশ। ২০০৮ সালে দ্বিতীয়বার। এবার তিন ম্যাচের সিরিজে এক ম্যাচে হেরেছে বাংলাদেশ। সেখান থেকেই যেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে জেতার স্বাদ পায় বাংলাদেশ এবং ২০১০ সালে যে তৃতীয়বার বাংলাদেশে আসে নিউজিল্যান্ড এবার সিরিজই হেরে বসে। তাও আবার হোয়াইটওয়াশ হয়। এরপর আর এ দুই দলের মধ্যে খেলা হয়নি। দেশের মাটিতে বাংলাদেশ যেমন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫টি ম্যাচ হারে, বাংলাদেশও ৫টি ম্যাচ জেতে। এবার সিরিজটি যেন দুই দলের জন্যই নতুনভাবে শুরু হচ্ছে। যারাই ম্যাচ জিতবে তারাই এগিয়ে যেতে থাকবে।
অবশ্য দিবারাত্রির ম্যাচে বাংলাদেশ এখন পর্যন্ত নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি। চারটি ম্যাচ এ দু’দলের মধ্যে দিবারাত্রিতে হয়েছে। সবটিতেই হেরেছে বাংলাদেশ। দুটি ম্যাচ হয়েছে বাংলাদেশের মাটিতে। আর দুটি ম্যাচ হয়েছে নিউজিল্যান্ডের মাটিতে। ২০০৪ সালে দেশের মাটিতে হওয়া দুটি ম্যাচে ও ২০১০ সালে নিউজিল্যান্ডে হওয়া দুটি ম্যাচে হারে বাংলাদেশ। বাংলাদেশের সুখস্মৃতিতে যেমন নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা আছে। তেমনি নিউজিল্যান্ডের কাছে ৯৩ রানে অলআউট হওয়ার মতো ম্যাচও খেলেছে বাংলাদেশ।
নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করা সিরিজে ছিলেন না তামিম ইকবাল। এবার আছেন। তাঁর সঙ্গে ওপেনিংয়ে থাকছেন এনামুল হক বিজয়। তিন নম্বর স্থানটিতে মাহমুদুল্লাহ রিয়াদকে সুযোগ করে দেয়া হতে পারে। এরপর মুমিনুল হক, মুশফিকুর রহীম, সাকিব আল হাসান, নাসির হোসেন, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, জিয়াউর রহমান ও সর্বশেষ নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেই ইনজুরিতে পড়ে আর সিরিজ খেলতে না পারা মাশরাফি বিন মর্তুজা থাকছেন। তবে খেলা শুরু হওয়ার আগে মাঠে এসে উইকেট ও কন্ডিশন দেখে স্কোয়াডে পরিবর্তনও হতে পারে। এ স্কোয়াড নিয়েই প্রথম ওয়ানডেতে জেতার আশা করছে বাংলাদেশ। আজ মিরপুরে সেই প্রথম ওয়ানডে হবে।

Leave a Reply