নিউইয়র্কে হিলারি ও ট্রাম্প জয়ী
নিউইয়র্কে হিলারি ও ট্রাম্প জয়ী
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী বাছাইয়ে নিউইয়র্ক অঙ্গরাজ্যে অনুষ্ঠিত বাছাইপর্বের ভোটে ডেমোক্রেটিক পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প জয়ী হয়েছেন। বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
গতকাল মঙ্গলবার নিউইয়র্ক অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ ওই বাছাইপর্বের ভোট নেওয়া হয়। এই জয়ের মধ্য দিয়ে হিলারি ও ট্রাম্প তাঁদের নিজ নিজ দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী পদে মনোনয়ন লাভের ক্ষেত্রে আরও এগিয়ে গেলেন।