না ফেরার দেশে দিতি

21/03/2016 2:33 pmViews: 14
সোনারগাঁওয়ে দিতির মরদেহ
 
সোনারগাঁওয়ে দিতির মরদেহ
অভিনেত্রী পারভীন সুলতানা দিতির মরদেহ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিজ বাড়িতে নেয়া হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নিজ বাড়ি উপজেলার দত্তরপাড়া জামে মসজিদের মাঠে মরদেহটি নেয়া হয়।
দিতির বড় ভাই মনির হোসেন জানান, সোমবার বাদ জোহর দত্তরপাড়া জামে মসজিদের মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পারিবারিকভাবেই এ সিদ্ধান্ত হয়েছে।

Leave a Reply