না ফেরার দেশে ক্রিকেটার মোশাররফ রুবেল

19/04/2022 6:03 pmViews: 3
লম্বা সময় ধরে ব্রেন টিউমারের সঙ্গে লড়াই করে অবশেষে হার মানলেন ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল। আজ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শারীরিক পরিস্থিতির উন্নতি হওয়ায় গত শুক্রবার রুবেলকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে গিয়েছিল তার পরিবার। রুবেলের সহধর্মিণী চৈতি ফারহানা রূপা তখন বলেছিলেন, ‘আগে থেকে পরিস্থিতি কিছুটা ভালো। তবে ভালো বলতে একটু কথা-বার্তা বলছে ধীরে ধীরে। কিছুটা ভালো আছে এখন। পরিস্থিতি কিছুটা উন্নত হওয়ায় গতকাল হাসপাতাল থেকে বাসায় নিয়ে এসেছি।’
কিন্তু সোমবার রাতে শারীরিক অবস্থার অবনতি হলে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুবেলকে। আজ বিকাল ৫টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

২০১৯ সালে ব্রেন টিউমার ধরা পড়ে রুবেলের। সে সময় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিউরো সার্জন এলভিন হংয়ের তত্ত্বাবধানে সফল অস্ত্রোপচার হয় তার। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কয়েক বছর না যেতেই ফের দেখা দেয় মরণব্যাধি।

Leave a Reply