না ফেরার দেশে কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি সাঈদ
ভারতের জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী মুফতি মোহাম্মদ সাঈদ ৭৯ বছর বয়সে বৃহস্পতিবার দিল্লির হাসপাতালে মারা গেছেন। সপ্তাহ দুয়েক আগে শারীরিক বিভিন্ন জটিলতায় হাসপাতালের ভর্তি হয়েছিলেন তিনি।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মুফতি মোহাম্মদ সাঈদের নেতৃত্ব দৃষ্টান্ত হয়ে থাকবে। ভারতীয় কংগ্রেসের মাধ্যমে রাজনীতিতে আসা সাঈদ জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন দুইবার। ১৯৮৬ সালে রাজিব গান্ধীর কেন্দ্রীয় সরকারে তিনি ছিলেন পর্যটন মন্ত্রী। পরের বছর ভি পি সিংয়ের ন্যাশনাল ফ্রন্ট সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পান সাঈদ। ওই সময়েই কাশ্মীরি স্বাধীনতাকামীরা তার মেয়ে রুবাইয়া সাঈদকে অপহরণ করে।
১৯৯৯ সালে পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি) গঠন করে সরকারের সঙ্গে কাশ্মীরি জনগণের নিঃশর্ত আলোচনার উদ্যোগকে এগিয়ে নেন সাঈদ। ২০১৫ সালের ১ মার্চ পিডিপি-বিজেপি জোট জম্মু ও কাশ্মীরে সরকার গঠন করলে মুফতি মোহাম্মদ সাঈদ দ্বিতীয় দফা মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন। তার মেয়ে মেহবুবা মুফতিকে এখন মুখ্যমন্ত্রীর পদে দেখা যেতে পারে বলে মনে করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীর পিডিপির সভাপতি মেহবুবা গতবছর রাজ্যসভা নির্বাচনে দলের জয় ছিনিয়ে আনতে বড় ভূমিকা রাখেন। ওই ভোটে পিডিপি পায় ২৮ আসন; আর বিজেপি পায় ২৫টি। কয়েক সপ্তাহের আলোচনার পর দুই দল কোয়ালিশন গঠনের বিষয়ে একমত হয়। মুসলিম প্রধান পিডিপির সঙ্গে হিন্দু জাতীয়তাবাদী বিজেপির ওই জোট গঠনকে সে সময় ‘ঐতিহাসিক ঘটনা’ বলা হয় ভারতীয় গণমাধ্যমগুলোতে। বিবিসি।