না.গঞ্জ ছাত্রদলের মিছিলে হাতবোমা বিস্ফোরণ

24/09/2013 12:01 pmViews: 8

nganj-220130924045750নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের একটি মিছিলে দুই দফা হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বাড়ির সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল কাদের ভূইয়ার বিরুদ্ধে চার্জশিট প্রদানের প্রতিবাদে মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের মিছিলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে পৌনে ১২টায় শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ছাত্রদলের একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিণ করে মর্গ্যান স্কুলের সামনের গলি ঘুরে আবারো দলীয় কার্যালয়ে যাওয়ার সময়ে ১০-১২টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। তখন নেতাকর্মীরা ছুটোছুটি করে ছত্রভঙ্গ হয়ে যায়। পরে যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশো আবারো নেতাকর্মীদের একত্রিত করে মিছিল করার চেষ্টা করলে সেখানেও ৩-৪টি হাত বোমার বিস্ফোরণ ঘটে।

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদ  জানান, মিছিলে অনুপ্রবেশকারী আওয়ামী লীগের লোকজন হয়তো বোমা বিস্ফোরণ ঘটিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও ছাত্রদলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রের চেষ্টা করেছিল।

অন্যদিকে অপর যুগ্ম আহবায়ক রশিদুর রহমান রশো  জানান, দ্বিতীয়বার আমি মিছিল বের করার পরেও সেখানে বোমা বিস্ফোরণ ঘটায়। রোববার আমার নেতৃত্ব ছাত্রদল নেতারা তোলারাম কলেজে সহাবস্থানের দাবিতে স্মারকলিপি দিয়েছিলাম। হয়তো ইর্ষান্বিত হয়ে কেউ কাজটি করেছে।

মহানগর কমিটির আহবায়ক মনিরুল ইসলাম সজলের নেতৃত্বাধীন মিছিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবাযক দেলোয়ার হোসেন খোকন, আবুল কাউসার আশা, রশিদুর রহমান রশো, শাহেদ আহম্মেদ, শেখ মোহাম্মদ অপু, মহানগর ছাত্রদল নেতা সাইদুর রহমান, এএমএম সাগর, দিদার খন্দকার, শেখ মাগফুর ইসলাম পাপন, জাকির হোসেন, রুবেল সর্দার, রাফিউদ্দীন রিয়াদ, রায়হান আহম্মেদ, শরিফুল ইসলাম শাফিন, লিংক রাজ খান প্রমুখ।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভানপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের  জানান, হাতবোমা বিস্ফোরণের ঘটনা শুনেছি। এতে কেউ হতাহত হয়নি।

Leave a Reply