না.গঞ্জে নৌকাডুবিতে নিহত ২ আটক ৬
নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের কেন্দ্রিয় খেয়াঘাট এলাকায় দুটি বালুবাহী ট্রলারের ধাক্কায় যাত্রীবাহী একটি নৌকাডুবির ঘটনায় দুইজন নারী যাত্রীর মৃত্যু ও আরো ৬ জন আহত হয়েছেন।
রোববার দুপুর সোয়া ২টায় এ ঘটনা ঘটে। পুলিশ এ ঘটনায় দুটি বাল্কহেড থেকে ৬ জনকে আটক করেছে।
নিহতের নাম শরীফা বেগম (৬২) ও পারভীন আক্তার (২৫)। তাদেরমধ্যে শরীফা বেগম নারায়ণগঞ্জের বন্দর উপজেলার বাবুপাড়া এলাকার সিরাজুল ইসলামের স্ত্রী ও পারভীন আক্তার বন্দরের কলাগাছিয়া এলাকার আলী হোসেনের স্ত্রী।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার এস আই আরিফ হোসেন জানান, দুপুর সোয়া দুটায় বন্দর খেয়াঘাট থেকে নারায়ণগঞ্জ সেন্ট্রাল খেয়া ঘাট আসার পথে একটি যাত্রীবাহী নৌকাকে দুইপাশ থেকে চাপা দেয় বালু বোঝাই দুটি বাল্কহেড। যার নাম এমভি সজীব অ্যান্ড তাসনাত ও এমভি বৃষ্টি। এতে ওই নৌকাটি ডুবে গেলে নৌকায় থাকা ১০-১২ জন যাত্রীর মধ্যে বেশীরভাগ সাতরে তীরে উঠতে সক্ষম হয়। তবে পরে এলাকার লোকজন শরীফা নামের এক নারীর লাশ উদ্ধার করে। শহরের খানপুরে ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে মারা গেছে পারভীন আক্তার নামের আরো একজন।
এছাড়া রিয়াজুল ও বাদল নামের দুইজন নিখোঁজ রয়েছে। ঘটনার পরেই বিআইডব্লিউটিএ এর একটি ডুবুরী দল নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু করেছে।
বন্দর থানার এসআই আবু হানিফ জানান, পুলিশ দুটি বাল্কহেড থেকে ৬ জনকে আটক করেছে। তারা হলেন- রিপন, শহীদুল, আলামিন, আলম, হাবিবুর রহমান ও আলম মিয়া।