নাসিরনগরে হামলার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

03/11/2016 6:27 pmViews: 6
নাসিরনগরে হামলার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
 
নাসিরনগরে হামলার ঘটনায় পুলিশের গাফিলতি ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনা নিয়ন্ত্রণে পুলিশের গাফিলতি ছিল না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বৃহস্পতিবার সচিবালয়ে এক অনুষ্ঠান শেষে মন্ত্রী বলেন, ‘আমাদের কোনো গ্যাপ ছিল কি না, দেখা হচ্ছে। তবে আমরা মনে করি, পুলিশ বাহিনী বা ওই কর্মকর্তার (ওসি) কোনো গ্যাপ ছিল না। তারা আরও তত্পর থাকতে পারত। এ জন্যই ওসিকে প্রত্যাহার করা হয়েছে।’
মন্ত্রী আরো বলেন, ওই ঘটনা তাঁরা ভালোভাবেই নিয়ন্ত্রণ করেছেন।
আসন্ন বিশ্ব ইজতেমা প্রস্তুতি নিয়ে এ সভার আয়োজন করা হয়। আগামী ১৩ থেকে ১৫ জানুয়ারি প্রথম দফায় ও ২০ থেকে ২২ জানুয়ারি দ্বিতীয় দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

Leave a Reply