নাসিরনগরে হামলাকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
নাসিরনগরে হামলাকারীদের ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। মঙ্গলবার দুপুরে স্থানীয় আশুতোষ উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, এ দেশে ধর্মীয় সম্প্রীতি থাকায় দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে। এ দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। ইসলাম ধর্মেও অন্য ধর্মের প্রতি অবজ্ঞা করা নিষেধ। এ দেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সংখ্যালঘু তারাই যারা মানুষ হত্যা করে, সন্ত্রাস করে যারা তারাই সংখ্যালঘু। এর আগে মন্ত্রী নাসিরনগরের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ, অতিরিক্ত আইজিপি (স্পেশাল ব্রাঞ্চ) জাবেদ পাটোয়ারী, জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান এসময় উপস্থিত ছিলেন।