নাসিম আওয়ামী লীগের মুখোশ খুলে দিয়েছেন : ফখরুল
প্রতিবেদক : প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে দলের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম আওয়ামী লীগের মুখোশ খুলে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। ‘দেশপ্রেমিক অকুতোভয় সাংবাদিক মরহুম আতাউস সামাদ-এর স্বপ্ন ও আজকের বাংলাদেশ’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদ।
মির্জা ফখরুল বলেন, নাসিম সরকারি কর্মকর্তা-কর্মচারীদের হুমকি দিয়ে নিজের ও আওয়ামী লীগের মুখোশ খুলে দিয়েছেন। এটাই হচ্ছে আওয়ামী লীগ। এখনই তারা এমন কথা বলছেন। যখন তাদের অধীনে নির্বাচন হবে তখন তারা কি বলবেন?
তিনি বলেন, এক অদ্ভুত দেশে বাস করছি। সরকার দেশের বরেণ্য মানুষ ও তাদের সত্য কথা সহ্য করতে পারছে না।
আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে মন্তব্য করে তিনি বলেন, ক্ষমতায় টিকে থাকতে ড. জাফরুল্লাহ, মাহবুবুল্লাহসহ বরেণ্য ব্যক্তিদের বিচারের কাঠগড়ায় দাড় করাচ্ছে সরকার। নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের মতো লোকদের অপদস্থ করছে এবং বিরোধী রাজনীতিকদের মামলা দিয়ে জেলে পাঠাচ্ছে।
মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ মাঝে মাঝে ক্ষমতায় আসে। দেশের যেটুকু উন্নতি হয়, ক্ষমতায় এসে তারা পিছে নিয়ে যায়। তারা অতীতে যা করেছে এখনো তাই করছে বলে দাবি করেন ফখরুল।
তিনি বলেন, দেশের জনগণ দেশকে সুখী, সুন্দর আবাস হিসেবে দেখতে চায়। তা পূরণ না হওয়া ও চলমান সংকট সৃষ্টির পেছনে আওয়ামী লীগকে দায়ী করেন তিনি।
গার্মেন্টস সেক্টর হুমকির সম্মুখীন উল্লেখ করে তিনি বলেন, সরকারের পরিকল্পনায় এ সেক্টরে অস্থিরতা বাড়ছে। এ সেক্টরকে ধ্বংস করতে দেশি-বিদেশি চক্রান্ত শুরু হয়েছে। মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি না খেলতে তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
এসময় যেকোনভাবে জনগণের অধিকার আদায় করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
সংগঠনের সভাপতি ইসতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন গণস্বাস্থের পরিচালক ড. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক শফিক রেহমান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, সাংবাদিক নেতা আব্দুল হাই শিকদার, বিএনপির অর্থনৈতিক সম্পাদক আব্দুস সালাম প্রমুখ