নাসিক নির্বাচন: গয়েশ্বরের নেতৃত্বে বিএনপির মনিটরিং টিম

আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়কে প্রধান করে মনিটরিং টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সোমবার মৌখিকভাবে দলের হাইকমান্ড গয়েশ্বরকে প্রধান করে টিম গঠনের সিদ্ধান্ত নেয়া হয়। স্থানীয় নেতাদের মতামতের ভিত্তিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
দলের মনোনীত মেয়র প্রার্থীর বিজয় নিশ্চিত করতে ভোটকেন্দ্র ভিত্তিক কমিটি গঠনের চিন্তা করছে বিএনপি। এ নির্বাচনে ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত কমিটির নেতারা ভোটকেন্দ্রে অবস্থান করবেন।
বিএনপি নেতারা মনে করছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বিপুল ভোটে বিজয়ী হবেন। তাই ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং গত নাসিক নির্বাচন শেষ মুহূর্তে বর্জনের ঘোষণা দিলেও এবার নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত থাকতে চায় দলটি। সেজন্য সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ইতোমধ্যে বিএনপির পক্ষ থেকে সেনা মোতায়েনের দাবি জানানো হয়েছে।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমি নারায়ণগঞ্জে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি। সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে ধানের শীষের মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বিপুল ভোটে জয় লাভ করবেন। তবে ভোট সুষ্ঠু হবে কিনা তা নিয়ে ভোটারদের মাঝে এখনও শঙ্কা কাজ করছে। কারণ এ সরকার বা নির্বাচন কমিশনের অধীনে ভোট সুষ্ঠু হওয়ার নজির নেই। তাই আমাদের কাজ হবে, ভোটারদের সাহস জোগানো। যাতে করে সব ভয়ভীতি উপেক্ষা করে ভোট কেন্দ্রে গিয়ে নিজের পছন্দের প্রার্থীকে ভোটাররা ভোট দিতে পারেন।
একই সঙ্গে দলের স্থানীয় প্রভাবশালী নেতা ও সাবেক সংসদ সদস্যদের এলাকা ভাগ করে দায়িত্ব দেয়া হবে। যার (দায়িত্বপ্রাপ্ত নেতা) এলাকায় ধানের শীষ মার্কা বেশি ভোট পাবে তাকে আগামী নির্বাচন ও দলের মহানগরের কমিটি গঠনে গুরুত্ব দেয়া হবে। যিনি দলীয় প্রার্থীর পক্ষে আন্তরিকভাবে কাজ করবেন না তার বিষয়ে দল সিদ্ধান্ত নেবে।