নাসিক নির্বাচন. এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই , ডা. সেলিনা হায়াৎ আইভী
এটা উনাদের দলীয় কৌশল। আমি মাঠে লড়ছি তার সঙ্গে, সে আমার প্রধান প্রতিদ্বন্দ্বী, আরও আছে। আমি এভাবেই শেষ পর্যন্ত লড়বো। তিনি বলেন, স্থানীয় সরকারে কাজ করতে সবসময়ই চ্যালেঞ্জ থাকে। এখানে সবধরনের চ্যালেঞ্জই আছে। এখানে আলাদাভাবে কিছু বলা যাবে না। যেকোনো কাজেই চ্যালেঞ্জ আছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগের মধ্যে কখনো বিভাজন ছিল না। তৃণমূল সবসময় একত্রিত ছিল। নেতৃত্বের প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু আওয়ামী লীগে কোনো বিভাজন নেই, আগেও ছিল না। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক শেখ হাসিনার কর্মী। আমাদের মতবিরোধ থাকতে পারে কিন্তু দিনের শেষে সকলে শেখ হাসিনার কর্মী। তিনি বলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা স্থানীয় নেতাদের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।