নাসিক নির্বাচনে বিএনপির কারচুপির দাবি হাস্যকর : ওবায়দুল কাদের

23/12/2016 6:14 pmViews: 13
নাসিক নির্বাচনে বিএনপির কারচুপির দাবি হাস্যকর : ওবায়দুল কাদের
 
নাসিক নির্বাচনে বিএনপির কারচুপির দাবি হাস্যকর : ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে ‘মডেল নির্বাচন’ হিসেবে অ্যাখ্যায়িত করে বলেছেন, নাসিক নির্বাচনে সূক্ষ্ম কারচুপি ও গণনার ত্রুটির যে অভিযোগ বিএনপি তুলেছে, তা হাস্যকর।
শুক্রবার রাজধানীর শ্যামলীতে সোনার বাংলা ফাউন্ডেশনের কম্প্রিহেনসিভ কিডনি কেয়ার সেন্টার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, নাসিক নির্বাচন এক কথায় বাংলাদেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা ও শঙ্কা ছিল এ নির্বাচন নিয়ে। সব ধারণা পাল্টে দিয়েছে এ নির্বাচন। একে গণতন্ত্রের বিজয় বলেও দাবি করে তিন বলেন, ‘এ বিজয় শুধু নৌকার বিজয় নয়, গণতন্ত্রের বিজয়, নারায়ণগঞ্জবাসীর বিজয়, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়। এই নির্বাচনের পথ ধরে আগামী নির্বাচনও আমরা এভাবে করতে চাই।’
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ সম্ভব কী-না তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছিল। তবে নারায়ণগঞ্জে সে সন্দেহ উড়ে গেছে দাবি করে তিনি বলেন, বাস্তবে টু শব্দটি পর্যন্ত হয়নি। এমন অবাধ ও সুষ্ঠু নির্বাচন নারায়ণগঞ্জে হয়েছে, তা অনুকরণীয় হয়ে থাকবে।
এর আগে সকালে রাজধানীর বনানীর কবরস্থানে প্রয়াত আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাকের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের ওবায়দুল কাদের বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নিয়ে বিএনপির অভিযোগ উদ্ভট ও বানোয়াট। নাসিক নির্বাচন প্রমাণ করে নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম।
এ সময় অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, শ্রম ও জনশক্তি সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply