নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নাম ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
২২ ডিসেম্বরের নির্বাচনে বিএনপির হয়ে নির্বাচনে লড়বেন আইনজীবী নেতা সাখাওয়াত হোসেন খান।
নারায়ণগঞ্জে কে পাবেন বিএনপির টিকিট এ নিয়ে বেশ কয়েকদিন থেকে নানা গুঞ্জন চলছিল। প্রার্থী হিসেবে ২০১১ সালের নির্বাচনে অংশ নেয়া তৈমুর আলম খন্দকারের নাম বারবার আলোচনায় আসে। কিন্তু তিনি নির্বাচনে অংশ নেবেন না বলে দলীয় প্রধানকে তার সিদ্ধান্তের কথা জানান। এ নিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে দলটি।
সোমবার রাতে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে দলের সিনিয়র নেতা ও নারায়ণগঞ্জ বিএনপির নেতাদের সঙ্গে দুই ঘণ্টা বৈঠক করেন খালেদা জিয়া। বৈঠকে বিএনপির প্রার্থী হিসেবে তৈমুর ছাড়াও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বিএনপি নেতা ও সাবেক সাংসদ আবুল কালাম, আইনজীবী সাখাওয়াত হোসেন খান ও বিএনপি নেতা আবদুল হাইয়ের নাম প্রস্তাব করা হলেও খালেদা জিয়া কাউকে চূড়ান্ত মনোনয়ন দেয়নি।
বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, মঙ্গলবার সকালে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। অবশেষে সকালে সংবাদ সম্মেলন করে দলের প্রার্থী হিসেবে আইনজীবী নেতা সাখাওয়াতের নাম ঘোষণা করেন রুহুল কবির রিজভী।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে সংঘটিত সাত খুনের মামলার বাদীপক্ষের আইনজীবী হচ্ছেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।