নাশকতা ঠেকাতে কঠোর থাকবে র্যাব-পুলিশ
প্রথম বাংলা প্রতিবেদক: বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৬০ ঘণ্টার হরতালে কঠোর অবস্থানে থাকবে পুলিশ-র্যাবসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। যানবাহনে অগ্নিসংযোগ, ভাংচুর বা যে কোনো ধরনের ফৌজদারি অপরাধ দমনে জিরো টলারেন্স দেখাবে তারা।নাশকতা ঠেকাতে কঠোর থাকবে র্যাব-পুলিশ হরতালে নাশকতা মোকাবেলার প্রস্তুতি নিয়ে শনিবার ডিএমপি সদর দফতরে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা জরুরি বৈঠক করেন। বৈঠক থেকে সহিংসতা ঠেকাতে ‘কোনো ধরনের ছাড় নয়’ বলে মাঠ পর্যায়ে পুলিশ সদস্যদের কাছে বার্তা দেওয়া হয়েছে। তাছাড়া নাশকতা সৃষ্টিকারীদের তাৎক্ষণিক সাজা দিতে রাজধানীতে ১০টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবে। হরতালে রাজধানীর বিভিন্ন এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ ও র্যাবের
শনিবার রাতে পল্টন থানার সামনে র্যাবের টহল।—প্রথম বাংলা
পাশাপাশি বিজিবির ২০ প্লাটুন সদস্য দায়িত্ব পালন করবে বলে বিজিবি সূত্র জানিয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন সড়কে বিজিবি সদস্যদের গাড়িযোগে টহল দিতে দেখা গেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (সদর দফতর) আনোয়ার হোসেন বলেন, ‘হরতালে নাশকতা ঠেকাতে পুলিশের সব ধরনের প্রস্তুতি রয়েছে। নগরবাসীর নিরাপত্তা বিঘ্ন হতে পারেন এমন কাজ পুলিশ কাউকে করতে দেবে না। এ জন্য রাজধানীতে পুলিশের সার্বিক প্রস্ততি রয়েছে। মাঠ পর্যায়ে পুলিশ কর্মকর্তাদের করণীয় সর্ম্পকে নির্দেশনাও দেওয়া হয়েছে।’ র্যাবের আইন ও গণ্যমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার হাবিবুর রহমান জানান, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর থাকবে র্যাব। এ জন্য গোয়েন্দা তৎপরতার পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। পুলিশের সঙ্গে সমন্বয় করে র্যাব সদস্যরাও দায়িত্ব পালন করবে। ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (গণমাধ্যম) মাসুদুর রহমান জানান, হরতালে নাশকতা সৃষ্টিকারীদের তাৎক্ষণিক সাজা দিতে দশজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১০টি ভ্রাম্যমাণ আদালত দায়িত্ব পালন করবেন। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের সংখ্যা বাড়ানো হবে। পুলিশের একটি সূত্র জানায়, সকাল থেকে দুপুর পর্যন্ত ডিএমপি সদর দফতরে পুলিশ কর্মকর্তাদের বৈঠকে রাজধানীজুড়ে হাতবোমা বিস্ফোরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এর সঙ্গে জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে দ্রুত গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়। যেসব এলাকায় এ ধরনের হাতবোমা বা ককটেল বিস্ফোরিত হবে ওই এলাকার সংশ্লিস্ট পুলিশ কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে বলে বৈঠকে জানানো হয়।