‘নাশকতা এড়াতে’ চট্টগ্রামে বিজিবি মোতায়েন

05/01/2016 5:18 pmViews: 5
‘নাশকতা এড়াতে’ চট্টগ্রামে বিজিবি মোতায়েন
 
‘নাশকতা এড়াতে’ চট্টগ্রামে বিজিবি মোতায়েন

ফাইল ছবি
দশম জাতীয় সংসদ নির্বাচনের বছরপূর্তি উপলক্ষে আওয়ামী লীগ এবং বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে নাশকতা এড়াতে চট্টগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে নগরীর পাশাপাশি সীতাকুণ্ড ও বাঁশখালী উপজেলায় দুই প্লাটুন করে মোট ছয় প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।
বিজিবির দক্ষিণ-পূর্ব এলাকার অতিরিক্ত পরিচালক (প্রশাসন) মেজর সাব্বির আহমেদ জানিয়েছেন, যে কোনো ধরনের নাশকতা রোধে নগরীর পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ও বাঁশখালী উপজেলায় বিজিবি সদস্যরা টহলে রয়েছেন।
আওয়ামী লীগকে শহীদ মিনারে ও বিএনপিকে নাসিমন ভবনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছে পুলিশ।

Leave a Reply