নাশকতার মামলায় মিন্টুর জামিন, আমানের নামঞ্জুর

09/08/2015 6:41 pmViews: 5

নাশকতার মামলায় মিন্টুর জামিন, আমানের নামঞ্জুর


পল্টন থানায় নাশকতার এক মামলায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল আওয়াল মিন্টুর জামিন মঞ্জুর করেছেন আদালত।
আজ রোববার বিকেলে শুনানি শেষে এ জামিন মঞ্জুর করেন বিচার আলী মাসুদ। তবে একই মামলায় বিএনপির যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন নামঞ্জুর করেছে আদালত।

এর আগে দুপুরে ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আবদুল আউয়াল মিন্টু। জামিন আবেদনের ওপর শুনানি করেন আইনজীবী সানাউল্লাহ মিয়া।

এদিকে, আমানের জামিন প্রার্থনা করেন তার আইনজীবী। আদালত তার আবেদন নামঞ্জুর করেন।

গত ৬ জানুয়ারি হরতাল-অবরোধ চলাকালে রাজধানীর ৬ নম্বর বাসে অগ্নিসংযোগ, ভাঙচুর ও নাশকতার অভিযোগে এ মামলাটি দায়ের করেছিল পুলিশ।

Leave a Reply