নাশকতার তিন মামলায় ফখরুলের জামিন

18/06/2015 5:24 pmViews: 5
নাশকতার তিন মামলায় ফখরুলের জামিন

ঢাকা, ১৮ জুন:

প্রকাশ : ১৮ জুন, ২০১৫

নাশকতার অভিযোগে পল্টন ও মতিঝিল থানায় পুলিশের দায়ের করা তিন মামলায় জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার বিচারপতি মো. নূরুজ্জামান ননী ও বিচারপতি আব্দুর রবের সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ জামিন মঞ্জুর করে আদেশ দেন। বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের হরতাল-অবরোধের সময় মামলাগুলো দায়ের করা হয়েছিল।

আদালতে ফখরুলের পক্ষে শুনানি করেন সুপ্রিমকোর্ট বারের সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, অ্যাডভোকেট সগীর হোসেন লিওন।

সগীর হোসেন লিওন সাংবাদিকদের বলেন, ফখরুল ইসলামের জামিনের মেয়াদ এ মামলার অভিযোগ গঠন না করা পর্যন্ত থাকবে।

এর আগে গত ১৬ এপ্রিল এ তিন মামলার মধ্যে এক মামলায় হাইকোর্ট থেকে ছয় মাসের জামিন নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তার বিরুদ্ধে দায়ের করা অপর মামলায় কেন জামিন দেয়া হবে না তা জানতে চেয়ে রুলও জারি করেন আদালত। আজ সে রুল অ্যাভস্যুলেট করে তাকে তিন মামলাতেই জামিন দেয়া হয়েছে।

Leave a Reply